বিয়ে ঠিকঠাক, তবুও ঈদের দিন রাতে ফাঁসিতে ঝুলল নবম শ্রেণির শিক্ষার্থী

গাজীপুরের শ্রীপুরে ঈদের দিন রাতে এক তরুণের ফাঁসিতে ঝুলানো লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ৯টার দিকে পুলিশ উপজেলার বরমী ইউপির কোষাদিয়া গ্রামের নিজবাড়ি থেকে তার লাশ উদ্ধার করে।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত তরুণ রোমান শেখ উপজেলার বরমী ইউপির কোষাদিয়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। তিনি বরমী বাজার উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

শ্রীপুর থানার এসআই অমল চন্দ সরকার জানান, রোমান ঈদের কেনাকাটার জন্য ৫ হাজার টাকা চেয়েছিল। শনিবার ৩ হাজার টাকা দেওয়া হয় তাকে। সমবয়সী এক মেয়ের সঙ্গে রোমানের প্রেমের সম্পর্ক ছিল। তাদের সম্পর্কের বিষয় তার বাবা জানত না। তাদের প্রেমের সম্পর্কের বিষয় আশপাশের লোকজন জেনে ফেলায় বিষয়টি নিয়ে ঈদের দিন রাত ৮টার দিকে স্থানীয়ভাবে বসে উভয় পরিবারের সঙ্গে কথা বলে তাদেরকে বিয়ে পড়ানোর সিদ্ধান্ত হয়।

ঈদের দিন ঘুরাফেরা করে বিকেল ৪টার দিকে রোমান বাড়িতে এসে তার ঘরে শুয়ে পড়ে। বিকেল আনুমানিক ৫টার দিকে তার ভাবি সাজেদা আক্তার ঘরের আড়ার সঙ্গে রোমানকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দেয়। তবে কী কারণে সে আত্মহত্যার পথ বেছে নিলো তা পরিবারের কেউ জানাতে পারেনি। কোনো অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।