‘আমারে কাবু করিয়া লাশ বানাইলি, ভাল থাক বেইমান’

নিজের ফেসবুক আইডিতে সুদের ব্যবসায়ীদের নাম লিখে পোস্ট দিয়ে আত্মহত্যা করেছেন ৩৫ বছর বয়সী ফয়সাল আহমেদ সৌরভ।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের পাতারী গ্রামে এ ঘটনা ঘটে। ফয়সাল একই গ্রামের বাসিন্দা।

ফেসবুক পোস্টে ফয়সাল লিখেছেন, ‘আমি গলায় দড়ি দিলাম তোই রফিকের লাগি, তোই আমারে কাবু করিয়া লাশ বানাইলি, তোই ভাল থাক বেইমান। সফিকের কাছ থেকে এক লাখ টাকা আনছিলাম সুদে। তিন লাখ টাকা সুদ দিয়েও সাড়ে তিন লক্ষ এখনও পায়।’

তিনি আরো লিখেন, ‘এই রফিক আর সফিকের লাগি আত্মহত্যা করলাম, ভাল থাক আমার পরিবার। মা ফাইজা আমায় ক্ষমা করো। মা-বাবা, ভাই-বোন তোমারা ক্ষমা করিয়। বউ তোমাকে কিছু বলার নাই।’

ইতি

এক কাপুরুষ!!!

লেখাটি পরিবারের সদস্যদের চোখেপড়া মাত্রই ফয়সালকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে রক্তি নদীর পাশে গলায় রশি দিয়ে গাছে ঝুলে আত্মহত্যা করতে চাইলে তাকে উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

তাহিরপুর থানার ওসি (তদন্ত) মো. সুহেল রানা বলেন, ফেসবুকে পোস্ট দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন। তবে এ বিষয়ে থানায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।