গত ৩ মার্চ, ২০২৪-এ এক আড়ম্ভর অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু হলো নেক্সট ল্যাব এর। নেক্সটল্যাব–একটি আইটি সেবাদানকারী ডিজিটাল এজেন্সি যারা ওয়েবসাইট ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং পরিষেবা এবং ক্রিয়েটিভ সার্ভিসের মাধ্যমে আপনার ডিজিটাল স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করবে।
উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে নেক্সটল্যাব ডিজিটাল পরিষেবার বিশাল দুনিয়ায় নিজেদের পা রাখে এবং একদল অভিজ্ঞ এবং স্কিলফুল কর্মী নিয়ে বাংলাদেশের ডিজিটাল ল্যান্ডস্কেপ পরিবর্তনের প্রতিশ্রুতি প্রদান করে। আপনার ধারণাগুলিকে ব্যবহার বান্ধব ওয়েবসাইট এবং নির্বিঘ্ন মোবাইল অ্যাপে পরিণত করতে এবং ডিজিটাল মার্কেটিং সেক্টরে আপনাকে ‘এ টু জেড’ সেবা প্রদান করতে সদাপ্রস্তুত নেক্সটল্যাব থাকবে ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠান্টির পরিচালক আদনান রাশেদ খান বলেন,” মূলত নেক্সটল্যাব ডিজিটাল সমস্যার সমাধান করে। আমাদের মূল লক্ষ্য হলো আমরা যাতে আমাদের কাজ দ্বারা গ্রাহককে আকৃষ্ট করা এবং তাদের পরিপূর্ণ সেবা দান করতে পারি।”
প্রযুক্তিগত উদ্ভাবন আর উৎকর্ষ সাধনের লক্ষ্য নিয়ে ডিজিটাল দুনিয়ার মহাসমুদ্রে যাত্রা শুরু করেছে নেক্সটল্যাব নামের জাহাজ। একদল দক্ষ নাবিক দ্বারা পরিচালনা করে এই সমুদ্রের যাত্রীদের তীরে পৌছানো হচ্ছে তাদের লক্ষ্য।