বিয়ে বাড়িতে খেয়ে ৪০ জন হাসপাতালে

কক্সবাজারের মহেশখালীতে বিয়ে বাড়িতে খেয়ে বরপক্ষের ৪০ জন ডায়রিয়া ও পেটব্যথায় আক্রান্ত হয়েছেন। গতকাল শুক্রবার মহেশখালী পৌরসভার পুটিবিলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মহেশখালী পৌরসভার পুটিবিলা গ্রামের জাহাঙ্গীর আলমের সঙ্গে বড় মহেশখালী ইউনিয়নের দক্ষিণ জাগিরাঘোনা গ্রামের মো. সেলিমের মেয়ের বিয়ে হয়। বিয়েতে বরযাত্রী হয়ে যাওয়া আত্মীয়-স্বজনরা খেয়ে ফেরার পর সন্ধ্যার দিকে ৪০ জন ডায়রিয়া ও পেটব্যথায় আক্রান্ত হন। গতকাল রাত ৯টা থেকে আজ শনিবার সকাল পর্যন্ত ৪০ জনকে মহেশখালী হাসপাতালে আনা হয়। এর মধ্যে অন্তত ২০ জনকে ভর্তি রাখা হয়েছে।

মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মাহফুজুল হক বলেন, ‘খাবারে ভেজাল বা বাসি খাবার খেয়ে তারা অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের চিকিৎসা দেওয়া হয়েছে। ইতোমধ্যে অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরছেন।’