গাইবান্ধায় ৭২ ঘন্টার ব্যবধানে আবারো কাঁকড়ার চাপায় বৃদ্ধের মৃত্যু

সোমবার (১৭ জানুয়ারি) রাত ১০ টার দিকে গাইবান্ধা সদর থানার সামনে কাঁকড়া গাড়ির চাপায় মজিবর রহমান নান্টু (৭০) নামের এক ব্যাক্তির মর্মান্তিক মৃত্যু হয়। তিনি বোয়ালী ইউনিয়নের কয়া ছয়ঘড়িয়া মৃত্যু আফজাল উদ্দিনের ছেলে। এসময় উত্তেজিত জনতা চালক ও ঘাতক ট্রাক্টর কাঁকড়া আটক করে পুলিশের সোর্পদ করেছে।

পারিবারিক সূত্রে জানা যায় গাইবান্ধা শহরের সার্কূলার রোড সংলগ্ন আলকাওসার আবাসিক হোটেলে ম্যানেজার পদে চাকরি করতেন মজিবর রহমান নান্টু মিয়া। প্রতিদিনের মতো আবাসিক হোটেলের বর্ডারের তালিকার হিসাব দেখাতে সদর থানায় যাওয়ার পথে ঘাতক ট্রাক্টর কাঁকড়া তাকে চাপা দেয়‌‌। স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, গত ১৫/০১/২২ তারিখে সদরের বাদিয়াখালি নামক স্থানে কাঁকড়ার চাকায় পিষ্ট হয়ে মহিলার মৃত্যু হয়েছে। শহরের জনগুরুত্বপূর্ণ রাস্তায় কাঁকড়ার বেপরোয়া চলাচলে প্রতিনিয়তই ঘটছে সড়ক দুর্ঘটনা। অকালে ঝরছে তরতাজা প্রাণ। নিঃস্ব হচ্ছে পরিবার। গাইবান্ধা সদর থানার ওসি (তদন্ত) আঃ রউফ জানান দিনে কাঁকড়া, ট্রাক, সহ ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। যানবাহন গুলো ট্রাফিক পুলিশ ও বিআরটিএ নিয়ন্ত্রণ করে।