জামালপুরে গাড়িচাপায় আওয়ামী লীগ নেতা নিহত

জামালপুরে দ্রুতগামী একটি গাড়ি চাপায় মোটরসাইকেল আরোহী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার জাহান নিহত হয়। নিহত গোলাম সরওয়ার জাহান (৪২) পৌর শহরের হাটচন্দ্রা বাজার এলাকার সৈয়দ ছানা মিয়ার ছেলে। আজ সোমবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় পৌরসভার ময়লার ডাম্পিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। গাড়ির চাপায় ঘটনাস্থলে গোলাম সারোয়ার আকাকে পড়ে থাকতে দেখে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয়রা প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুর পৌরসভা ১০ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার আকা মোটরসাইকেল চালিয়ে পৌর শহরের ময়লার ডাম্পিং স্টেশনে সামনে দিয়ে যাচ্ছিলেন। এমন সময় দ্রুতগামী একটি ডিআইজি প্রিজনের গাড়িবহর তাকে চাপায দিয়ে চলে যায়। গাড়ির চাপায় তিনি গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকেন। স্থানীয়রা এবং পথচারীরা তাকে আহত অবস্থায় দেখতে পেয়ে জামালপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান বলেন, বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ বাকী বিল্লাহ্ বলেন, অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় আসতে হবে। আমরা চাই দ্রুত সময়ে অপরাধীর শাস্তি হোক।