টাঙ্গাইলের নাগরপুরের সহবতপুর ইউনিয়নের ইরতা গ্রামে পারিবারিক কলহের জেরে রিফাত (১৩) নামের এক কিশোর নিহত হয়েছে। নিহতের বাবা রেজাউল (৪০) আহত। এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, কয়েকদিন ধরেই নিহতের পরিবারে পারিবারিক কলহ চলে আসছিলো।
নিহতের দাদা-দাদীর সাথে বাবা-মা’র প্রায়শই বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হতো। এরই মধ্যে বুধবার (৫ ডিসেম্বর) পাঙ্গাস মাছ কেনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে নিহত রিফাতের দাদা-দাদী ও বাবা রেজাউল সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে নাতি রিফাত এই সংঘর্ষে গুরুতর আহত হয়। পরে বাবা ও ছেলে দুইজনকেই নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) ভোরে আহত রিফাতের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রিফাত। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফাতেমা তুজ জোহরা (স্বর্ণা)।
নাগরপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: জাহাঙ্গীর আলম জানায়, আমরা ঘটনা জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে, লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। উক্ত ঘটনায় দাদী সহ ২ জনকে আটক করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।