বিপুল ভোটে চেয়ারম্যান, দুধ দিয়ে গোসল করালেন সমর্থকরা

তৃতীয় ধাপে মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন গাজী হাসান আল মেহেদি। এ কারণে শনিবার (১১ ডিসেম্বর) দুপুরের দিকে চেয়ারম্যানকে তার বাড়ির আঙিনায় দুধ দিয়ে গোসল করিয়েছেন সমর্থকরা।

জানা গেছে, তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে গাজী হাসান আল মেহেদী সুহাস নবগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী হয়ে অংশ নিয়েছিলেন। তিনি নবগ্রাম ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান ও মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রাক্তন সহ-সভাপতি গাজী হাবিবুর রহমান মুন্নু গাজীর ছেলে। এছাড়া তিনি ওই ইউনিয়নের যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

ওই ইউনিয়নের পাছবারইল গ্রামের বটতলা এলাকার রেবেকা বলেন, আমি সুহাস ভাইয়ের একজন সমর্থক। নির্বাচনে নৌকা প্রতীকে জয়ী হলে তাকে দুধ দিয়ে গোসল করাব এমন মানত করেছিলাম। আজ আমার সেই মানত পূর্ণ করলাম।

নবগ্রাম ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান গাজী হাসান আল মেহেদি সুহাস বলেন, নির্বাচনে অংশগ্রহণের সময় আমার কয়েকজন সমর্থক মানত করেছিলেন চেয়ারম্যান নির্বাচিত হলে তারা দুধ দিয়ে আমাকে গোসল করাবেন। নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করায় সমর্থকরা তাদের মানত রক্ষার্থে দুধ দিয়ে আমাকে গোলস করিয়েছেন।

উল্লেখ্য, গত ২৮ নভেম্বর নবগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ হাজার ৭৩০ ভোট পেয়ে চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী গাজী হাসান আল মেহেদি সুহাস। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রাকিব হোসেন ফরহাদ পেয়েছেন ১ হাজার ৬৯২ ভোট ।