প্রেমের টানে মেক্সিকান সেই নারীর ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে

প্রেমের টানে জামালপুরে আসা নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণ করে লাইলী আক্তার নাম ধারণ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় ও প্রেমের টানে জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার রবিউল হাসান রুমনের বাড়িতে এসে ধর্ম পরিবর্তন করে বিয়ে করেন। গাডিস নাইলি টরিবিও মরালেস (৩২) নামের পরবর্তীতে লাইলী আক্তার নাম রাখা হয়েছে।

মেক্সিকান নারী জামালপুরে এসে বিয়ের খবর ইতিমধ্যে সারাদেশ ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন ধরনের মন্তব্য করছেন।

প্রেমিক রবিউল হাসান রুমন ময়মনসিংহের রুমডো ইনস্টিটিউট অব মডার্ন টেকনোলজি থেকে মেকানিক্যালে ডিপ্লোমা সম্পন্ন করে ফ্রিল্যান্সিংয়ে জড়িত রয়েছেন।

ফ্রিল্যান্সিংয় করার সময় পরিচয় হয় মেক্সিকান এই নারীর সাথে। রবিউল পোগলদিঘা ইউনিয়নের পোগলদিঘা গ্রামের আলহাজ মো. নজরুল ইসলামের ছেলে।

টরিবিও মরালেস জানান, মেক্সিকোর পোএবলা শহরের ব্যবসায়ী গ্রেগরিও টরিবিওর মেয়ে তিনি। পোএবলা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করেছেন তিনি।

ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী বিয়ে করেছেন। বাংলাদেশের মানুষের ভালোবাসায় তিনি মুগ্ধ। কিছুদিন শ্বশুরবাড়িতে অবস্থান করে টরিবিও মরালেস মেক্সিকোতে ফিরে যাবেন। পরে দুই দেশের নিয়মানুযায়ী আনুষ্ঠানিকতা সম্পন্ন করে রবিউলকে মেক্সিকোতে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে তাঁর।

রবিউল হাসান জানান, ২০১৯ সালে টরিবিও মরালেসের সঙ্গে ফেসবুকে পরিচয় হয় তাঁর। প্রেম ও বন্ধুত্বের কারণে রবিবার সকালে বাংলাদেশে আসেন তিনি। এরপর ঢাকা জজ কোর্টে গিয়ে এফিডেভিটের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করে তাঁকে বিয়ে করেছেন ওই নারী।