ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে গুজব রটানো দুই ইমাম গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় মোদীবিরোধী আন্দোলনে হেফাজতে ইসলামের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে মসজিদের মাইকে গুজব রটানোর দায়ে দুই ইমামসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৪ এপ্রিল) থেকে রবিবার (২৫ এপ্রিল) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে দুই ইমাম হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা বঙ্গবন্ধু হাই স্কুল জামে মসজিদের ইমাম দেলোয়ার হোসেন ও ঘাটুরা জামে মসজিদের ইমাম ইকবাল হোসেন।

পুলিশের পক্ষ থেকে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, এখনও পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ৩৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তিনদিনের সংঘর্ষের বিভিন্ন ভিডিও ফুটেজ আমাদের হাতে এসেছে। সেগুলো দেখে আসামিদের শনাক্ত করে গ্রেফতার করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় পুলিশ।