নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি রিসোর্টে অবরুদ্ধ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকস্ত্রীসহ মুক্ত হয়েছেন। শনিবার (৩ এপ্রিল) বিকেল ৩টায় রয়াল রিসোর্টের ৫ম তালার ৫০১ নম্বর কক্ষে তাকে অবরুদ্ধ করা হয়। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে।
রিসোর্টে যাওয়ার কারণ জানিয়েছেন মামুনুল হকের স্ত্রী। কেউ একজন ভিডিও করেছেন তাঁর বক্তব্য। ভিডিওতে মামুনুল হকের দ্বিতীয় স্ত্রী জানান, তাঁর নাম জান্নাত আরা। বাবার নাম অলিয়ার রহমান।
বাবার বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা থানা। তাঁদের কোনো বেবি নাই। প্রথম স্ত্রীর চার সন্তান। নারায়ণগঞ্জ ঘুরতে গিয়েছিলেন। তাঁদের বাসা মোহাম্মদপুর। নারায়ণগঞ্জে ঘোরাঘুরি করে লাঞ্চ করে রেস্টের জন্য রিসোর্টে গিয়েছিলেন তাঁরা।
অন্যদিকে সন্ধ্যা সাড়ে ৭টায় মুক্ত হয়ে মামুনুল হক বলেন, আপনাদের ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ। সাংবাদিক ও পুলিশ আমার সঙ্গে কোনো খারাপ আচরণ করেনি। কিছু বাইরের লোক খারাপ আচরণ করেছে। আমি আমার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে এখানে ঘুরতে এসেছিলাম।