দিনভর অ’পেক্ষা, অবশেষে ভাইয়ের লা’শের দেখা পেল এতিম দুই বোন

সংসারে সুখ ফেরাতে ও বাবা-মাহারা দুই বোনের মুখে অন্ন যোগাতে একমাত্র ভাই জাহাঙ্গীর আলম (২০) ময়মনসিংহের ভালুকায় গিয়েছিলেন ইট ভাটায় কাজ করতে। কিন্তু ইটভাটায় অ’পরপক্ষের বেলচার আ’ঘাতে জাহাঙ্গীর আলম নি’হত হন।

এদিকে সংসারের একমাত্র উপার্জনক্ষম ভাইয়ের লা’শের জন্য অ’পেক্ষায় ছিল এতিম দুই বোন নুরজাহান (১৮) ও শাহানা (১৫)। অবশেষে সন্ধ্যার পর ম’রদেহ বাড়িতে পৌঁছালে বোনদের কা’ন্নায় আশপাশের পরিবেশ ভা’রি হয়ে ওঠে। এরপর মঙ্গলবার রাত ৯টার দিকে এরপর তড়িঘড়ি করে লা’শ দাফন করেন প্রতিবেশীরা। কিন্তু সবার মনেই এখন প্রশ্ন, কী’ হবে এতিম দুই বোনের?

জাহাঙ্গীর আলম নেত্রোকোনার কলমাকান্দা সদরের মাইজপাড়া গ্রামের মৃ’ত শাহেদ মিয়ার ছে’লে।মঙ্গলবার সন্ধ্যায় নি’হতের বাড়ির উঠানে দেখা যায় লা’শ বহনের জন্য একটি খাটিয়া। এ সময় ঘরের বারান্দায় দুই বোন ও স্বজনদের আহাজারি এবং গ্রামের মানুষের মাঝে চলছিল শোকের মাতম।

স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহের ভালুকা উপজে’লায় প্রতিপক্ষের হা’মলায় নি’হত হন ইটভাটার শ্রমিক জাহাঙ্গীর আলম (১৮)। এ সময় আ’হত হন তার দুই মামাতো ভাইসহ আরও তিন শ্রমিক।

এ ঘটনায় সোমবার রাতেই নি’হতের মামাতো ভাই কালা মিয়া বাদী হয়ে ১১ শ্রমিককে আ’সামি করে ভালুকা মডেল থা’নায় মা’মলা করেছেন।ওইদিন সকালে ভালুকা উপজে’লার ৫নং বিরুনীয়া ইউনিয়নের বাইরপাথার এলাকায় আফাজ ব্রিক্সফিল্ড নামে একটি ইটভাটায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জ’ড়িত ১০ জনকে গ্রে’ফতার করেছে পু’লিশ।

এলাকাবাসী জানান, আফাজ ব্রিক্সফিল্ড নামে ওই ইটভাটায় নেত্রকোনা ও পঞ্চগড় জে’লার পৃথক দুটি শ্রমিক দল ইট তৈরির কাজ করত। ওইদিন সকালে পঞ্চগড় জে’লার শ্রমিকদের ইট বানানোর বালু শেষ হয়ে গেলে তারা নেত্রকোনা জে’লার শ্রমিকদের কাছে বালু আনতে পাঠায়।

এ সময় নেত্রকোনার শ্রমিকরা বালু দিতে রাজি না হলে দু’পক্ষের কথা কা’টাকাটি হয়। একপর্যায়ে পঞ্চগড় জে’লার শ্রমিকরা বেলচা ও লাকড়ি দিয়ে নেত্রকোনা জে’লার চার শ্রমিকের ওপর অ’তর্কিতে হা’মলা চালায়। এতে কমলাকান্দা উপজে’লার বাসিন্দা জাহাঙ্গীর আলম (২০), কালা মিয়া (৪০), সবুজ মিয়া (১৮) ও হাছান মিয়া (৩০) আ’হত হন।

আ’হতদের মধ্যে জাহাঙ্গীর ও কালা মিয়াকে প্রথমে ভালুকা সরকারি হাসপাতাল এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতা’লে (মমেক) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থেকে সোমবার বিকেলে জাহাঙ্গীর আলম মা’রা যান।

খবর পেয়ে ভালুকা মডেল থা’না পু’লিশ ইটভাটায় অ’ভিযান চালিয়ে পঞ্চগড়ের ১০ শ্রমিককে গ্রে’ফতার করে।গ্রে’ফতাররা হলেন- আব্দুর রাজ্জাক (১১), আব্দুল কুদ্দুস (২০), আ. সালাম (২৬), আসাদুজ্জামান (১৯), মিজানুর রহমান (২০), ফরিদুল ইস’লাম (২৩), শিপন ইস’লাম (১৮), মমতাজুর রহমান মতি (২১), জয়নাল ইস’লাম (১৮) ও স্বপন (২৫)। গ্রে’ফতারকৃতরা সবাই পঞ্চগড় জে’লার বাসিন্দা।

মা’মলার ত’দন্তকারী কর্মক’র্তা ভালুকা থা’নার এসআই জীবন বর্মণ বলেন, গ্রে’ফতারকৃত আ’সামিদের পাঁচ দিন করে রি’মান্ড চেয়ে আ’দালতে পাঠানো হবে। নি’হতের ম’রদেহ ময়নাত’দন্ত শেষে গ্রামের বাড়ি কলমাকান্দায় পাঠানো হয়েছে।

ভালুকা মডেল থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) মোহাম্ম’দ মাইন উদ্দিন বলেন, এ ঘটনায় নি’হতের মামাতো ভাই বাদী হয়ে ১১ জনকে আ’সামি করে থা’নায় একটি মা’মলা দায়ের করেছে।