স্ত্রী’র ইচ্ছা পূরণে হেলিকপ্টারে বিয়ে ক’রতে গে’লেন সওজ প্রকৌশলী

হেলিকপ্টারে চড়ে বিয়ে ক’রতে গে’লেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রকৌশলী জাহিদুর রহমান (মিলু)। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) পাবনার সুজানগর ভবানীপুর গ্রামে কনে জে’রিন খানের বাড়িতে বিয়ে সম্পন্ন হয়।

প্রকৌশলী জাহিদুর রহমান মিলু সুজানগর উপজে’লার আহম্ম’দপুর উত্তরপাড়া গ্রামের রওশন আলীর ছে’লে। তিনি সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী। আর কনে জে’রিন খান সুজানগর উপজে’লার ভবানীপুর গ্রামের ব্যবসায়ী উজ্জল খানের মে’য়ে। তিনি সুজানগর এনএ (নিজামুদ্দিন-আজগর আলী) কলেজে’র এইচএসসি দ্বিতীয় বর্ষের ছা’ত্রী।

জাহিদুর রহমান মিলুর ভাবি রথি খাতুন জা’নান, কনের ইচ্ছা ছিল হেলিকপ্টারে চড়ে শ্বশুরবাড়িতে যাওয়ার। তার সে ইচ্ছা পূরণ ক’রতেই হেলিকপ্টার ভাড়া করা হয়েছে।তিনি জা’নান, তার দেবর হেলিকপ্টারে চড়ে কনের বাবার বাড়িতে পৌঁছান। বরযাত্রীরা যান মাইক্রোবাসে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার বিকেল ৫টার দিকে বর-কনে হেলিকপ্টারে উড়াল দেন।

স্থা’নীয় বাসিন্দা ও কলেজশিক্ষক আহমেদ সালাউদ্দিন জা’নান, হেলিকপ্টারে চড়ে বিয়ের ঘ’টনা তাদের এলাকায় এটিই প্রথম।এদিকে হেলিকপ্টারে চড়ে বিয়ের আয়োজন দে’খতে সুজানগর উপজে’লার অনেক জায়গা থেকে ভিড় করেন লোকজন।তবে হেলিকপটারের ভাড়ার বিষয়ে কোনো কথা বলেননি বর প্রকৌশলী জাহিদুর রহমান মিলু। তিনি জা’নান, তাদের বিয়েটা পারিবারিকভাবেই সম্পন্ন হয়েছে।