দিনাজপুরের ঘোড়াঘাটে রাতের আঁধারে শত্রু;তার জেরে ৫০ শতক জমির লাউগাছ কে;টে ফেলেছে দু;র্বৃত্ত;রা। শুক্রবার দিবাগত রাত ৩টায় উপজেলার ৩ নম্বর সিংড়া ইউনিয়ন শীতলগ্রাম এলাকায় আরিফ নামে এক কৃষকের লাউগাছ কে;টে দেয় দু;র্বৃত্ত;রা।;।
লাউগাছের সঙ্গে এমন শত্রুতায় হতবাক এলাকাবাসী। এমন ন্যক্কারজনক ঘটনা মেনে নিতে পারছেন না গ্রামের সাধারণ মানুষ। সাধারণ মানুষের দাবি এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।
ঘোড়াঘাট থানা অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ৩টার সময় আরিফ হোসেন লাউয়ের জমি পাহারাকালীন
সময়ে প্রকৃতির ডাকে সাড়া দেয়ার জন্য বাড়িতে যায়। পরর্বতীতে ভোর আনুমানিক ৫টার সময় জমিতে আসার পর দেখতে পায় কে বা কারা পরিকল্পিতভাবে জমিতে লাগানো লাউগাছ কেটে ফেলেছে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে ভুক্তভোগী আরিফ হোসেন শনিবার দুপুরে জানান, লাউয়ের মাচা থেকে ১০০টি লাউ কাটার কথা ছিল। লাউয়ের মাচার এমন চিত্র দেখে আমি স্তব্ধ হয়ে যাই।
তিনি আরো জানান, প্রায় ২ মাস আগে আমি লাউয়ের চাড়া রোপণ করেছিলাম। যারা আমার এই ক্ষতি করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
স্থানীয় ইউপি সদস্য জিয়াউর রহমান বলেন, লাউগাছ কাটার ঘটনাস্থল আমি পরিদর্শন করেছি, যা খুবই দুঃখজনক।
সিংড়া ইউপি চেয়ারম্যান আ. মান্নান বলেন, বিষয়টি আমি শুনেছি, ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
ঘোড়াঘাট থানার ওসি আজিম উদ্দিন বলেন, লাউগাছ কাটার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।