টানা বৃষ্টিতে বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ছয়টি ইউনিয়ন বন্যা কবলিত হয়েছে।
ঝিনাই নদীর পাড়ে নির্মিত দুটি কাঁচা বাঁধ ভেঙে গিয়ে ফসলি জমি, বীজতলা, সবজি বাগান, ঘরবাড়ি ও স্কুলের আঙ্গিনা ডুবে গেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক জানান, উপজেলার ঝিনাই নদীর পাড়ে নির্মিত জামুরিয়া ইউনিয়নের শংকরপুর ও আনেহলা ইউনিয়নের খায়েরপাড়া বন্যা রক্ষার কাঁচা বাঁধ ভেঙে গেছে এবং ফসলি জমি, বীজতলা নষ্ট হয়েছে।
টানা বৃষ্টির কারণে অনেক স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে ঘরবাড়ি ডুবে গেছে বলে তিনি জানান।
বিভিন্ন দপ্তরের দেয়া তথ্য মতে, উপজেলার ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১টি উচ্চ বিদ্যালয়ের আঙ্গিনা ও ঘরে পানি ঢুকেছে।
২৪০ হেক্টর ফসলি জমি ও বীজতলা ও ১১১ হেক্টর জমির সবজি বাগান নষ্ট হয়ে গেছে। ডুবে গেছে শতাধিক পুকুর।
বাড়ি ঘরে পানি উঠায় ১০টি পানিবন্দি পরিবার আশ্রয় নিয়েছে উপজেলার শেখ শিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আঠারদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
বুধবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার আশ্রয় কেন্দ্র পরিদর্শন করে পানিবন্দি পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা প্রধান করেছেন।