মানিকগঞ্জের সিংগাইরে ৪৮ মণ ওজনের ‘বস’-এর দাম হাঁকা হচ্ছে ১৫ লাখ টাকা। উপজেলার পৌর এলাকার ঘোনাপাড়া মহল্লার সরকারি হাসপাতালের অতি নিকটে মৃত সমন আলীর পুত্র কুসুম আলীর বাড়িতে বসকে দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় করছে।
সরেজমিন কুসুম আলীর বাড়িতে গিয়ে কথা হয়। তিনি বলেন, আমার পালের একটি বাছুরকে সাড়ে তিন বছর ধরে লালন-পালন করেছি। গরুটি গত কোরবানির ঈদে দাম হয়েছিল সাড়ে ৪ লাখ টাকা। নিজ ঘরের পাশে রেখেছি। বাড়ির সবাই গরুটির যত্ন করেন। ভূষি, কুড়া, খড়সহ পুষ্টিকর খাবার বিভিন্ন প্রকার ফল খাওয়াতে হয়েছে। শখ করে নাম রেখেছি বস।
তিনি বলেন, গরুটির বর্তমান ওজন ৪৮ মণ হবে। আমার সাড়ে ৮ লাখ টাকা খরচ হয়েছে। আমি ১৫ লাখ টাকার নিচে বসকে বিক্রি করব না। আমার পরিবারের ৪ জন সদস্য দিন-রাত গরুটিকে নিজের সন্তানের মতো যত্ন করেছেন।
এ বছরের কোরবানি ঈদে করোনা মহামারীর কারণে হাট-বাজারে ক্রেতা কম হতে পারে, তাই ভালো দাম পেলে বাড়ি থেকে বসকে বিক্রি করতে চান কুসুম আলী।
বিভিন্ন এলাকা থেকে গরুটিকে দেখতে লোকজন আসছেন। গরু দেখতে আসা জয়নগর গ্রামের কিতাব আলী বলেন, আশপাশের জেলায় বড় গরুর কথা শুনেছি। কিন্তু দেখিনি। আমাদের সিংগাইরে এত বড় গরুর আছে শুনে দেখতে এসেছি।