করোনায় ঘুড়ি উড়িয়ে যেন কিছুটা অবসাদ দূর করার চেষ্টার করছে সিরাজগঞ্জে তাড়াশের গৃহবন্দি মানুষগুলো। ছোট-বড় সকলে মেতে ওঠেছেন নানান রংয়ের ঘুড়ি উড়ানোয়। শিশু-কিশোর থেকে শুর করে বিভিন্ন বয়সের অনেকেই একসাথে ফাঁকা মাঠগুলোতে ঘুড়ি উড়াতে ব্যস্ত। অনেকেই আবার ঘুড়ির সুতোয় কাটাকাটি খেলে। এদিকে ঘুড়ি তৈরিতে ব্যস্ত সময় পাড় করছেন কারিগররা।
উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, গ্রাম অঞ্চলে কিছু যুবক বাঁশ-বেত এবং রঙ্গিন কাগজ দিয়ে ঘুড়ি তৈরি করে। পরে তা ঘুড়ি প্রিয় মানুষদের কাছে ভাল দামে বিক্রি করছে।
তাড়াশ পৌর শহরের গোবিন্দ বাড়ী মহল্লার ঘুড়ি বিক্রেতা গোপাল জানান, বাড়িতে দীর্ঘদিন অবস্থান করার ফলে আর্থিক সংকটের মধ্য দিয়ে দিন যাচ্ছিল। এ বছর মানুষের মধ্যে ঘুড়ির ব্যপক জনপ্রিয়তা দেখে ঘুড়ি বানানো এবং বিক্রির কাজে মন দিলাম। তারপর ঘুড়ি বিক্রিতে ব্যপক সাড়া পাওয়ায় এটা এখন আমার জন্য লাভজনক ব্যবসা হয়ে উঠেছে। বিভিন্ন ধরনের লোক আমার কাছে ঘুড়ি কিনতে আসে। সাধারণ ঘুড়ি, চিলা ঘুড়ি, ঢাউস, চোং, বিমান, কয়রা, ইত্যাদি বিভিন্ন প্রকার ঘুড়ি এক একটা মানভেদে ছোট-বড় আকারের ২০০ টাকা থেকে হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ভালভাবে কাজ করলে দিনে ২/৩টা ঘুড়ি বানানো সম্ভব হয়।
স্কুলছাত্র নীড় আহসান নাবিল জানায়, এখন স্কুল বন্ধ রয়েছে, তাই অনেকের দেখাদেখি একটি ঘুড়ি কিনেছে সেও। বাড়ির পাশের মাঠে সকলের সঙ্গে ঘুড়ি উড়াতে খুব মজা লাগে বলে উচ্ছ্বাস প্রকাশ করে সে।