টাঙ্গাইলে নতুন করে ২৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা জেলায় একদিনে সর্বোচ্চ সংখ্যা। এতে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৩১৯ জনে।
আজ রোবার দুপুরে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান তথ্যটি নিশ্চিত করেছেন।
নতুন আক্রান্তদের মধ্যে—সদর উপজেলায় তিনজন, মির্জাপুর উপজেলায় ১১ জন, ঘাটাইল উপজেলায় একজন, মধুপুর উপজেলায় তিনজন, কালিহাতী উপজেলায় চারজন ও নাগরপুর উপজেলায় এক জন রয়েছেন। গত ৮ জুন টাঙ্গাইল থেকে ঢাকায় পাঠানো নমুনা রিপোর্টে এই ২৩ জনের পজিটিভ এসেছে।
এ ছাড়া সুস্থ হয়েছেন ১০৮ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ জনের। ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ২০৫ জন। ৪৬৫টি নমুনার রিপোর্ট এখনও আসেনি।