টাঙ্গাইলের করোনা রোগী শনাক্ত এলাকায় র‍্যাবের সচেতনতামূলক কর্মসূচি

আজ টাঙ্গাইলের মির্জাপুরে প্রথম বারের মত করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গিয়েছে। আক্রান্ত ব্যক্তির বাড়ি মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়ন বৈরাগী ভাওড়া গ্রামে।এই করোনা রোগী শনাক্ত হওয়ার পর লকডাউন ঘোষিত এলাকায় র‌্যাব-১২ কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেনের সমন্বয়ে ওই এলাকায় সচেতনামূলক কর্মসূচি চালানো করেছেন।

বুধববার(৮এপিল্য) দুপুরে ভাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তারা এই সচেতনামূলক কার্য়ক্রম চালায়। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম, ভাওড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম, মির্জাপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি মোবারক হোসেন উপস্থিত ছিলেন।

র‌্যাব-১২ ও সিপিসি-৩ কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মো. তালাদ বলেন, লকডাউন ঘোষিত এলাকার বাসিন্দাদের নিজ নিজ বাড়িতে অবস্থান নিশ্চিত করতে হবে। বাড়িতে থাকাটা খুবই গুরত্বপূর্ণ। প্রশাসনের নিয়মকানুন মেনে কাজ করলে আমরা অবশ্যই করোনা পরিস্থিতি মোকাবেলা করতে পারবো। লকডাউনকৃত এলাকার বাসিন্দাদের প্রতি সামাজিক দূরত্ব বজায় রেখে মানবিক আচরন করার অনুরোধ জানান। এ সময় সকলের মধ্যে র‍্যাবের প্রচারপত্র বিলি করা হয়।
মঙ্গলবার মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের ভাওড়া বৈরাগীপাড়ায় করোনা রোগী শনাক্ত হলে রাতেই তাকে প্রশাসনের উদ্যোগে ঢাকায় পাঠানো হয়।পরে রোগীর বাড়িসহ আশপাশের ৪০টি বাড়ি লকডাউন ঘোষণা করে প্রশাসন।

উল্লেখ্য মরণঘাতী করোনায়ভাইরাসে এ পর্যন্ত দেশে আক্রান্তের সংখ্যা ২০০ ছাড়ালো। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১৮ জনে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৪ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১৮ জনে।