মির্জাপুরের গোড়াইয়ে উত্তরণ যুব সংঘের ১৫০পরিবারের মাঝে ৬ দিনের খাদ্য সামগ্রী বিতরণ

বিশ্বব্যাপী দিন দিন ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস, আকান্ত হয়েছে কয়েক লক্ষ মানুষ। বাংলাদেশেও হানা দিয়েছে এ ঘাতক ভাইরাস। তাই করোনা সংক্রমণ ঠেকাতে বার বার হাত ধোয়াকেই প্রতিরোধ ব্যবস্থার ১ নম্বরে হিসেব রেখেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরই ধারাবাহিকতায় সারাদেশের মতো টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই উত্তরণ যুব সংঘের উদ্যোগে হতদরিদ্র কর্মহীন ১৫০ জন পরিবারের মাঝে ৬ দিনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

জানা গেছে, রোববার (৫ এপ্রিল) সকালে উত্তরণ যুব সংঘের নিজ কার্যালয়ের সামনে হতদরিদ্র কর্মহীনদের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর তালিকায় রয়েছে ৩ কেজি চাউল, ১ কেজি ডাউল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি আলু, ১ কেজি লবণ, ১ কেজি তৈল, ১ টি করে সাবান।

ছাড়াও গোড়াই ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথচারীদের মাঝে ৩ হাজার সাবান বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মো. জহিরুল হক, টাঙ্গাইল জেলা যুবলীগের সহ-সম্পাদক ও গোড়াই উত্তরণ যুব সংঘের উপদেষ্টা মীর মঈন হোসেন রাজিব, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার নিশাদ, যুবলীগ নেতা মোবারক খান, গোড়াই ইউনিয়ন (পূর্ব) ছাত্রলীগের (সাবেক) সাধারণ সম্পাদক অভি সিদ্দিকী, উত্তরণ যুব সংঘের সভাপতি আবির হোসেন রনি, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সুমন প্রমুখ।