গত ২৮ মার্চ দিবাগত রাত্রে আনুমানিক রাত ৩ ঘটিকার সময় মনোহরগঞ্জ উপজেলার ৮নং খিলা ইউনিয়নের সাতেশ্বর নেছির বাড়ীর মৃত: লকিয়ত উল্ল্যার ছেলে ইয়াছিনের (৩২) স্ত্রী ও উত্তর ফেনুয়া গ্রামের জয়নাল মিঞার মেয়ে সালমা বেগম ( ২৬) এর সাথে দীর্ঘদিন দরে একই পাশের গ্রাম উল্ল্যাপাড়া ভূঁইয়া বাড়ীর রফিক উল্ল্যার ছেলে সাফায়েত উল্ল্যা (২২) তার সাথে অসামাজিক কাজ করেছেন বলে জানাযায়।
জানা গেছে, ইয়াছিনের স্ত্রী আর সাফায়েত উল্ল্যা কে আরো একাদিক বার হাতে নাতে ধরে গ্রামবাসী। এলাকাবাসীর অভিযোগ সাফায়েত উল্ল্যাকে ঐ দিন রাত্রে হাতে নাতে আটক করলে আলাউদ্দিন নামক এক ব্যাক্তির নেত্রীত্বে ২৫- ৩০ জন লোক দেশীয় অস্ত্র, রামদা, চাইনিজ কুড়াল, সহ নানা রকম অস্ত্রের মুখে জিম্মি করে তাহাকে উদ্ধার করে নিয়ে যায়।
এই ঘটনায় এলাকায় চরম উত্তোজনা দেখা যায়, এবং ইয়াছিনের পরিবার কে টাকা পয়সা দেওয়ার চেষ্টা করেছেন, যাতে করে ঘটনাটি ধামাচাপা দেওয়া যায়, এমন অভিযোগ করেছেন স্থানীয়রা। এ বিষয়ে স্থানীয় মেম্বার মো: আবুল কালামের কাছে জানতে চাইলে তিনি বলেন” ঘটনার সর্ম্পকে জেনেছি, তবে ঘটনার সর্ম্পকে নতুন কিছু জানিনা, ছেলের পক্ষ আমার নিকট এসেছে, আমি বলেছি এখন দেশের অবস্থা খারাপ, দেশের পরিস্থিতি শান্ত হলে তখন চিন্তা করবো”।
অপর দিকে এ বিষয়ে ৮নং খিলা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মো: আল- আমিন ভূঁইয়ার কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন “আমি এ ঘটনা এমনিতে জানিনা, তবে যতটুকু ফেইজবুকে দেখেছি, শুনেছি, তবে এ বিষয়ে আমার কাছে কোন পক্ষে অভিযোগ করেনি। আমার নিকট অভিযোগ করলে সমাধান করার জন্য চেষ্টা করবো।
ওয়ার্ল্ড ট্রিবিউন