কালোবাজারে বিক্রির সময় ৬৮ বস্তা চালসহ সেই যুবলীগকর্মী আটক

৬৮ বস্তা চালসহ শনিবার রাত ৯টার দিকে মাদারীপুরের শিবচর উপজে’লার শেখপুর বাজারে অ’ভিযান চা’লিয়ে স’রকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল কালোবাজারে বিক্রির সময় এক যুবলীগকর্মীকে আ’টক করা হয়েছে।আ’টককৃত ওই ব্যক্তির নাম মাসুম মোল্লা। তার বাড়ি উপজে’লার বাঁশকান্দি ইউনিয়নে।

অ’ভিযানে নেতৃত্ব দেন উপজে’লা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যা’জিস্ট্রেট মো. আসাদুজ্জামান। এর আগে ক’রোনা পরিস্থিতিতে মাসুম মোল্লা উপজে’লার শেখপুর বাজারে তার ১০ দোকানের চলতি মাসের ভাড়া না নেয়ার ঘোষণা দেন। এরই মধ্যে ঘটল এ ঘটনা।

স্থানীয় সূত্র জানায়, গো’পন সংবাদের ভিত্তিতে প্রশাসনের লোকজন জানতে পারেন ১০ টাকা কেজির বিপুল পরিমাণ চাল কালোবাজারে বিক্রির জন্য অন্যত্র মজুদ করছেন ডিলার মাসুম মোল্লা। পরে অ’ভিযান চা’লিয়ে ৬৮ বস্তা চালসহ তাকে আ’টক করা হয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ বলেন, এ বি’ষয়ে মা’মলা প্রক্রিয়াধীন। উপজে’লা ইউএনও ও নির্বাহী ম্যা’জিস্ট্রেট মো. আসাদুজ্জামান বলেন, আমি গো’পন সংবাদের ভিত্তিতে জানতে পারি ওই বাজারে বিপুল পরিমাণ চাল মজুদ করা হচ্ছে। রাতেই সেখানে অ’ভিযান চা’লিয়ে ৬৮ বস্তা চালসহ ডিলার আবুবক্কর সিদ্দিক ওরফে মাসুম মোল্লাকে আ’টক করা হয়।

বাংলানিউজ২৪