খাগড়াছড়ি আধুনিক জে’লা সদর হা*সপা*তালে আইসোলেশনে থাকা ৩০ বছর বয়সী এক যুবকের মৃ’ত্যু হয়েছে। এর আগে জ্বর, সর্দি-কাশি ও শ্বা’সক’ষ্ট নিয়ে গতকাল বুধবার সকালে হা*সপা*তালে ভর্তি হয়েছিলেন তিনি।
এরপর গতকাল রাতেই মৃ’ত্যু হয় তাঁর। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি আধুনিক জে’লা সদর হা*সপা*তালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন ডা. নূপুর কান্তি দাশ।
মৃ’ত যুবকের বাড়ি খাগড়াছড়ির মহালছড়ি উপজে’লার মাইসছড়ি এলাকার নুনছড়ি গ্রামে।
পরিবার জানায়, গত ৯ মা’র্চ থেকে অ’সুস্থ ছিলেন ওই যুবক। গতকাল তাঁকে হা*সপা*তালে নিয়ে যাওয়া হলে করোনা সন্দেহে সদর হা*সপা*তালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়। সেখানে চিকিৎসাও চলছিল তাঁর। পরে রাত আনুমানিক পৌনে ৯টার দিকে তিনি মা’রা যান।
সিভিজ সার্জন নূপুর কান্তি দাশ জানিয়েছেন, আপাতত করোনারো,গী ধরেই লা’শটির সৎকার করার জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
খাগড়াছড়ি আধুনিক জে’লা সদর হা*সপা*তালের আবাসিক চিকিৎসক (আরএমও) পূর্ণ জীবন চাকমা জানান, বিষয়টি স’ম্পর্কে গতকাল দুপুরেই সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানকে (আইইডিসিআর) অবহিত করা হয়। মৃ’ত ব্যক্তির র’ক্তের নমুনা সংগ্রহ করে করোনাভাইরাস পরীক্ষার জন্য আইইডিসিআরকে পাঠানো হবে।
পূর্ণ জীবন চাকমা আরো জানান, ওই যুবকের সংস্প’র্শে আসায় হা*সপা*তালের দুজন চিকিৎসক, দুজন নার্স ও একজন পরিচ্ছন্নকর্মীকে হা*সপা*তালের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। মৃ’তরো,গীর পরীক্ষার রিপোর্ট না পাওয়া পর্যন্ত তাঁরা কোয়ারেন্টিনেই থাকবেন।