ব’ন্যায় বিপর্যস্ত ভারতের আসাম রাজ্যটি। ফুঁসে উঠছে ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদ-নদী। বানের পানিতে ভেসেছে গ্রামের পর গ্রাম, রাস্তা-ঘাট ও বনভূমি।
এতে অসহায় হয়ে পড়েছেন মানুষের সঙ্গে বনের জন্তু-জানোয়ার। ব’ন্যায় সবচেয়ে ভয়াবহ অবস্থা রাজ্যের কাজিরাঙা অভয়ারণ্যে।
এরিমধ্যেই আসাম রাজ্যে ব’ন্যায় মৃ’তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে। কাজিরাঙা অভয়ারণ্যের ৯৫ শতাংশ এলাকাই এখন পানির তলায়। ইতিমধ্যেই অভয়ারণ্যে ১১টি বন্যপ্রাণের মৃ’ত্যু হয়েছে। দুর্গত বন্যপ্রাণীগু’লিকে অন্যত্র নিরাপদ স্থানে পাঠানোর চেষ্টা চলছে।
এদিকে ব’ন্যার হাত থেকে বাঁচতে বাড়িতে ঢুকে আশ্রয় নিয়েছে একটি রয়েল বেঙ্গল টাইগার।
ওয়াইল্ড লাইফ ট্রাস্ট ইন্ডিয়ার টুইট করা ছবিতে দেখা যাচ্ছে, বাড়িতে ঢুকে পড়েছে বাঘটি। বিছানা জাতীয় কোনো জায়গার উপর বসে রয়েছে সেটি! বন ভেসে গিয়েছে। থাকার জায়গা নেই। তাই আশ্রয় খুঁজতেই লোকালয়ে হানা বাঘের।
দেশটির গণমাধ্যম জানায়, অভয়ারণ্য থেকে বেরিয়ে বৃহস্পতিবার সকালে কারবি হিলসের দিকে প্রথমে যেতে দেখা যায় বাঘটিকে। এর কিছুপরই লাফ দিয়ে পাঁচিল টপকে বাড়ির মধ্যে ঢুকে পড়ে বাঘটি। সেখানেই অন্ধকার ঘরে আশ্রয় নেয় বাঘটি। বাঘটিকে ঘুম পাড়িয়ে উ’দ্ধারের চেষ্টা করে বনকর্মীরা।