সিরাজগঞ্জে মেধা ও যোগ্যতার ভিত্তিতে মাত্র ১০৩ টাকায় ১৭৯ জন তরুণ-তরুণী পুলিশ কনস্টেবল পদে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন পুলিশ সুপার টুটুল চক্রবর্তী। মঙ্গলবার সন্ধ্যায় সিরাজগঞ্জ পুলিশ লাইনসে চূড়ান্তভাবে উত্তীর্ণদের নাম ঘোষণা করা হয়। চূড়ান্ত তালিকায় স্থান পাওয়া মো. হাসান একজন রিকশাচালক।
এসপি টুটুল চক্রবর্তী জানান, কোনো অনিয়ম ছাড়াই ১৭৯ জনকে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ দেয়া হয়েছে। এর মধ্যে তরুণ ১৩৬ জন ও তরুণী ৪৩জন। তিনি জানান, এ নিয়োগে ১০০ টাকার ব্যাংক ড্রাফট ও ৩ টাকার ফরম ছাড়া আর কোনো টাকা লাগেনি।
জেলা পুলিশ সূত্র জানায়, এবার ৩ হাজার ৩২০ জন তরুণী-তরুণ পুলিশ কনস্টেবল পদে চাকরির জন্য মাঠে দাঁড়ায়। লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয় ১ হাজার ৫০৫ জনকে। তাদের মধ্যে ৩০৮ জনকে মৌখিক পরীক্ষায় ডাকা হয়। এদের মধ্যে ১৭৯জন চূড়ান্তভাবে নির্বাচিত হন।
চূড়ান্ত নাম ঘোষণার পর নির্বাচিতদের মধ্যে সদর উপজেলার বহুলী ইউনিয়নের আকতার হোসেনের ছেলে রিকশাচালক মো. হাসান, কামারখন্দ উপজেলার তাঁত শ্রমিকের মেয়ে শাহীদা খাতুন, উল্লাপাড়ার উপজেলার মুরগী ব্যবসায়ী হযরত আলীর মেয়ে তাসলিমা খাতুনসহ অনেকেই আনন্দে আত্মহারা হয়ে কেঁদে ফেলেন।
তারা সাংবাদিকদের বলেন, টাকা দিয়ে কোনোদিনও চাকরি নেয়া সম্ভবপর ছিল না। পুরোপুরি মেধা ও যোগ্যতার কারণে চাকরি পেয়েছেন তারা। এতে তারা দারুণভাবে আনন্দিত।