বন্দুকযুদ্ধে নিহত নয়ন বন্ড, যা বললেন মিন্নি

সম্প্রতি বরগুনার আলোচিত রিফাত শরীফ হ*** মামলার প্রধান আসামি সাব্বির আহম্মেদ ওরফে নয়ন বন্ড (২৫) পুলিশের সঙ্গে ব*ন্দুকযু**ে নি*** হয়েছেন।

আজ ২ জুলাই মঙ্গলবার ভোররাত সোয়া ৪টার দিকে বরগুনা সদরের বুড়িরচর ইউনিয়নের পূর্ব বুড়িরচর গ্রামে এ ঘটনা ঘটে।

এদিকে নয়নের মৃ***র খবর শুনে স্বস্তি প্রকাশ করেছেন রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি।

মিন্নি গণমাধ্যমকে বলেন, ‘সকালে যখন বাবা তাড়াহুড়া করে এসে বললো- নয়ন বন্ড পুলিশের সঙ্গে ব*ন্দুকযু**ে মারা গেছে, এটা শুনেই আলহামদুলিল্লাহ বলেছি। বিচারের জন্য আমাকে অপেক্ষা করতে হল না।’

এ সময় তিনি আরো বলেন, ‘আমার চোখের সামনে যারা আমার স্বামীকে কুপিয়ে মে*রেছে, তাদের অন্যতম একজন নয়ন বন্ড ব*ন্দুকযু**ে নি*** হয়েছে। আমি এতে অনেক খুশি হয়েছি।’

এর আগে গত বুধবার সকালে বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে কু**** জ*** করা হয় রিফাত শরীফ নামের এক তরুণকে। এ সময় বরগুনা সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি তার স্বামীকে রক্ষার জন্য প্রাণপণ চেষ্টা চালান।

কিন্তু স*ন্ত্রাসীরা রিফাতকে উপর্যুপরি কু**** গুরুতর জ*** করে পালিয়ে যায়। বিকেল তিনটার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রিফাতের মৃ*** হয়। জনবহুল এলাকায় এমন নৃ*শং*স হা***র ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে সারা দেশে বিষয়টি নিয়ে ক্ষোভের ঝড় ওঠে।

এর পরদিন বৃহস্পতিবার সকালে নি*** রিফাতের বাবা বরগুনা সদরের বড় লবণগোলার বাসিন্দা আবদুল হালিম শরীফ বাদী হয়ে বরগুনা সদর থানায় একটি হ*** মামলা করেন। মামলায় বরগুনা শহরে চিহ্নিত স*ন্ত্রাসী সাব্বির আহম্মেদ ওরফে নয়ন বন্ড এবং তার সহযোগী রিফাত ফরাজী ও তাঁর ছোট ভাই রিশান ফরাজীসহ ১২ জনকে আসামি এবং আরও চার থেকে পাঁচজনকে অজ্ঞাত আসামি করা হয়।

এদিকে মামলা প্রধান আসামি নয়ন বন্ড ব*ন্দুকযু**ে নি*** হলেও প্রধান অপর দুই আসামি রিফাত ফরাজী ও তার ছোট ভাই রিশান ফরাজী এখনো পলাতক।