গাজীপুর জেলার শ্রীপুর পৌর এলাকার গিলারচালা গ্রামে ঘরের খাটের নিচ থেকে ভাতের পাতিল(ডেগ) এর ভিতর থেকে এক কন্যা শিশুর লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। ঘটনার পর থেকে শিশুর বাবা পলাতক রয়েছে।
১০ ফেব্রুয়ারি, রোববার দিবাগত রাত পৌনে নয়টার দিকে ভাড়া বাড়ির খাটের নিচ থেকে এ লাশ উদ্ধার করা হয়।
নিহত মনিরা খাতুন (৬) জেলার কাপাসিয়া উপজেলার হালজোড় গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। স্বামী সন্তানসহ শ্রীপুর পৌর এলাকার গিলারচালা গ্রামের হাজ্বী ইয়াসিন মিয়ার ভাড়া বাড়ীতে থেকে স্থানীয় ডেনিম্যাক গার্মেন্টস্ লিমিটেড নামক কারখানায় স্বামী-স্ত্রী দুজনই চাকুরী করতো ও শিশু মনিরা স্থানীয় মোহাম্মদ আলী কিন্ডার গার্টেনের প্লে শ্রেণীর শিক্ষার্থী।
শ্রীপুর থানা উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, সন্ধ্যায় শিশুটির মা নাসরিন আক্তার মুঠোফোনে মনিরা নিখোঁজের বিষয়টি থানায় জানান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে ভাড়া বাড়ির ঘরের ভেতর খোজাখুজি শুরু করে। একপর্যায়ে ঘরের খাটের নিচে বড় পাতিলের (ডেগ) ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) জাবেদুল ইসলাম জানান, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন কলহ চলছিল। ঘটনার পর থেকে শিশুটির বাবা রফিকুল ইসলাম পলাতক রয়েছে। ধারনা করা হচ্ছে শিশুটিকে হত্যার পর লাশ ঘরের ভেতর রেখে তিনি পালিয়ে গেছেন। শিশুটির বাবাকে আটক করার চেষ্টা চলছে।