মুহিত-মোমেনের বাসার দেয়াল ভাঙলেন মেয়র আরিফ

সড়ক প্রশস্ত করতে এবার সাবেক অর্থমন্ত্রী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন’র বাসা হাফিজ কমপ্লেক্স এর দেয়াল ভাঙার কাজ শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)।

গত শনিবার সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী হাফিজ কমপ্লেক্সে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমিনের বড় ভাই ড. এ কে আব্দুল মুবিন এর কাছে সড়ক প্রশস্তকরণের জন্য ৫ ফুট ভূমি ছেড়ে দেয়ার অনুরোধ জানালে জনস্বার্থে সড়কের জন্য ৫ ফুট ভূমি ছেড়ে দেন তিনি। এরপর সোমবার হাফিজ কমপ্লেক্সের প্রধান ফটকের সামনের গাছ কাটা ও দেয়াল ভাঙার কাজ শুরু করা হয়।

সড়ক প্রশস্তকরণের ধারাবাহিকতার অংশ হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও আমাদের অভিভাবক সাবেক অর্থমন্ত্রী মুহিতের বাড়ির প্রধান ফটকের দেয়াল ভাঙার কাজ শুরু হয় বলে জানান সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, হাফিজ কমপ্লেক্স এর ভূমি জনস্বার্থে ছেড়ে দেয়া দৃষ্টান্ত হয়ে থাকবে।

এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের পরিবারের সদস্যরা সিসিকের উপ-সহকারী প্রকৌশলী ইসম্লাুর রহমানসহ অন্যন্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।–বিডি প্রতিদিন

————————-
মজার মজার ভিডিও দেখুন টাচ করে