মুন্সিগঞ্জে বল্লাল সেনের রাজপ্রাসাদ আবিষ্কার করেছেন প্রত্নতাত্ত্বিকরা। সোমবার (২১ জানুয়ারি) সদরের রামপাল এলাকায় প্রাচীন বাংলার এই রাজধানী আবিষ্কার করা হয়।
এসময় বল্লাল সেনের রাজপ্রাসাদের বিভিন্ন নিদর্শন ও আলামত পাওয়া যায়। এগুলোর মধ্যে রয়েছে ইট, ইটের টুকরো, মৃৎ পাথরের টুকরো ও কাঠ-কয়লা। খবর পেয়ে সন্ধ্যায় জেলা প্রশাসক সায়লা ফারজানা ও অগ্রসর বিক্রমপুরের কর্ণধার ড. নূহ-উল-আলম লেনিন খননস্থল পরিদর্শন করেন। এছাড়া আশপাশের বিভিন্ন এলাকার মানুষ ভিড় করেন।
বাংলাদেশের ঐতিহ্য অন্বেষণের নির্বাহী পরিচালক অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান ও চীনের অধ্যাপক চাই হোয়াং বো’র নেতৃত্বে একটি দল খনন কাজে অংশ নেয়।