কুমিল্লা মহানগরীর পুলিশ লাইন এলাকার একটি বাসা থেকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় আমেনা আক্তার (২৮) নামে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দিনগত রাতে পূর্ব পুলিশ লাইন এলাকায় ‘বিসমিল্লাহ ভিলা’ ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আমেনা কুমিল্লা সদর উপজেলার বড়হাতুয়া গ্রামের সৌদি প্রবাসী আবুল কালামের স্ত্রী। দুই সন্তানকে নিয়ে প্রায় দেড় বছর ধরে নগরীর পূর্ব পুলিশ লাইন এলাকার ওই বাসাতে ভাড়ায় বসবাস করতেন তিনি।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ নূর জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাত ১০টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ বা আভ্যন্তরীণ দ্বন্দ্বে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানে ঝুলে আত্মহত্যা করেন তিনি।
আমেনা আক্তারের মরদেহ ময়নাতদন্ত শেষে সোমবার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে জানিয়ে এসআই নূর বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।