নাটোরের লালপুরে জয়নুদ্দিন (৭০) নামে এক বৃদ্ধকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। সোমবার সকালে লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের মাঝগ্রাম গ্রামের ঢুলির মোড় নামক স্থানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ছেলে অটোভ্যান চালক হযরত আলী হজোকে (৩৫) আটক করেছে পুলিশ।
পুলিশ ও গ্রামবাসী জানায় , নিহত জয়নুদ্দিন ও তার ছেলে হজোর মধ্যে বেশ কিছুদিন ধরে জমিজমা ও অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে সোমবার ভোরে ঘুমন্ত অবস্থায় বাবাকে ধারালো হাঁসুয়া দিয়ে গলা কেটে হত্যা করে সে। হজোর পরিহিত ট্রাউজার ও স্যান্ডেলে রক্ত দেখে সন্দেহ হয় পরিবারের অন্যান্য সদস্য ও স্থানীয়দের। বিষয়টি লালপুর থানা পুলিশকে জানালে পুলিশ হজো আলীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, এ ঘটনায় স্থানীয়দের সন্দেহ ও বিভিন্ন আলামতের ভিত্তিতে হজো আলীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।