সিলেট: সিলেট এম এ জি ওসমানী বিমানবন্দরে তরল পানি খাবার পর তরুণীর পেটের ভেতর থেকে বেরিয়ে এলো ১০টি স্বর্ণের বার। এমন ঘটনায় হতবাক হয়ে যান কাস্টমস কর্মকর্তারাও।
ওসমানী বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করে জানান, সোমবার সন্ধ্যায় দুই কেজি সাতশ’ ৮৪ গ্রাম স্বর্ণের বারসহ ইয়াসমিন সুলতানা (২৮) নামের এক তরুণীকে আটক করা হয়েছে। যার মূল্য প্রায় সোয়া কোটি টাকা।
ওই তরুণীর পায়ের হাইহিল স্ক্যানিং করে প্রথমে সাতটি করে মোট ১৪টি স্বর্ণের বার পাওয়া যায়। একপর্যায়ে ওই তরুণীকে কাস্টমসের ওয়েটিং রুমে বসানো হয়।
সেখানে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাকে তরল পানি খাওয়ানো হয়। এরপর তার প্রস্রাবের রাস্তা দিয়ে আরও ১০ পিস স্বর্ণের বার বেরিয়ে আসে।সব মিলিয়ে উদ্ধার করা হয় ২৪টি বার।
সোমবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে ওই তরুণী ফ্লাই দুবাই-এর ফ্লাইটে(ফ্লাইট নম্বর এফজেড ৫৯৫) ওসমানী বিমানবন্দরে অবতরণ করেন। তরুণীর গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়।বর্তমানে রাজধানীর মিরপুরের মণিপুর এলাকায় তিনি বসবাস করেন।
এ ছাড়া চলতি বছরের জুন মাসের ৮ তারিখে ওসমানী বিমানবন্দরে ৭ কেজি স্বর্ণসহ যুবক এবং একই মাসের ৩০ তারিখে আড়াই কেজি সোনাসহ যাত্রী আটক হয়েছে।