পটুয়াখালীতে পাগলা কুকুর আতঙ্ক!

পটুয়াখালীতে পাগলা – বেওয়ারিশ পাগলা কুকুরের কামড় আতঙ্কে ভুগছে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়ন।

গত এক সপ্তাহে বেওয়ারিশ কুকুরের কামড়ে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ ১৫ জন আহত হয়েছেন বলে জানান স্থানীয়রা।

উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স না থাকায় আহতদের নিয়ে চরম বিপাকে পড়ছে তাদের পরিবার।

ছোটবাইশদিয়া গ্রামবাসী মনজু হাওলাদার বলেন, এলাকায় বেওয়ারিশ পাগলা কুকুড়ের অনেক উৎপাত বেড়েছে। এ কয়েক দিনে অনেক মানুষকে কামড়েছে এসব কুকুর। আমরা এখন পাগলা কুকুর আতঙ্কের মধ্যে রয়েছি।’

একই গ্রামের আল আমিন হিরণ বলেন, ‘আমাদের উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স নেই। কুকুরে কামড়ানো রোগীর চিকিৎসা নিতে পার্শ্ববর্তী উপজেলায় নিয়ে যেতে হচ্ছে।’

এ ব্যাপারে উপজেলার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের উপসহকারী মেডিকেল অফিসার ফিরোজ মাহমুদ বলেন, ‘আমাদের এখানে ভ্যাকসিন নেই। কুকুরে কামড়ানো রোগী এলে পার্শ্ববর্তী উপজেলায় নিয়ে যেতে বলি।