এলাকার উন্নয়নে একনিষ্ঠভাবে কাজ করে যাব : লিটন

রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকে আওয়ামী লীগের এ এইচ এম খায়রুজ্জামান লিটন ১ লাখ ৬৬ হাজার ৩৯৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৮ হাজার ৪৯২ ভোট।

গতকাল রাতে বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার পর তিনি তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের বলেন, বিজয়ী করে মানুষ যে দায়িত্ব দিয়েছে তা পালনের সর্বাত্মক চেষ্টা করব। এলাকার উন্নয়নে একনিষ্ঠভাবে কাজ করে যাব।

এ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে অন্য প্রার্থীরা হলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মো. শফিকুল ইসলাম (হাতপাখা) ও স্বতন্ত্র প্রার্থী মো. মুরাদ মোর্শেদ (হাতী)।