বরিশালের কাওয়ানিস্থ সৈয়দা মজিদুন্নেছা মাধ্যমিক স্কুলে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ সমর্থকদের হট্টগোল, হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ সকাল ৮.৪০ মিনিটে সৈয়দা মজিদুন্নেছা মাধ্যমিক স্কুল কেন্দ্রে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মজিবুর রহমান সরোয়ার ভোট প্রদানকালে এ ঘটনা ঘটে।
সরোয়ার ভোট প্রদানকালে কেন্দ্রে ভেতরে জটলা তৈরি হলে এ সময় আওয়ামী লীগ সমর্থকরা পুলিশের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। আওয়ামী লীগ কর্মীরা জয় বাংলা স্লোগান দিয়ে কেন্দ্রর ভেতরে বাইরে মিছিল করতে থাকে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মজিবুর রহমান সরোয়ার ভোটার আইডি বাড়িতে ফেলে আসায় ভোট প্রদান করতে দেরি হয়। এ সময় বাইরে থাকা আওয়ামী লীগ কর্মীরা কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে হাতাহাতি হয়।
উল্লেখ্য, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন-আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেরনিয়াবাত সাদেক আবদুল্লাহ (নৌকা), বিএনপির মো. মজিবুর রহমান সরোয়ার (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের ওবায়দুর রহমান মাহবুব (হাতপাখা), বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আবুল কালাম আজাদ (কাস্তে), বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের মণীষা চক্রবর্তী (মই), জাতীয় পার্টি-জাপা প্রার্থী মো. ইকবাল হোসেন (লাঙ্গল) ও স্বতন্ত্র প্রার্থী বশীর আহমেদ ঝুনু (হরিণ)।