কুড়ুলগাছি ধান্যঘরার সরকারী রাস্তা দখল করে পাকা প্রাচীর নির্মানের অভিযোগ:ভূমি অফিসের বাধা

মেহেদী হাসান মিলন:চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামের দক্ষিন পাড়ায় মৃত জহির হোসেনের ছেলে আরিফের বিরুদ্ধে সরকারী জমি সহ সরকারী পাকা রাস্তা দখল করে তার একেবারে কোল ঘেঁষে পাকা প্রাচীর নির্মানের অভিযোগ উঠেছে।জানা গেছে আরিফ তার মামার জমিতে পাকা ঘর নির্মান করে বসবাস করে আসছে।পাকা ঘরটিরও কিছু অংশ সরকারী খাস জমিতে।তা সত্তেও আবারো সরকারী খাস জমি দখল করে একেবারে পাকা রাস্তার কোল ঘেঁষে পাকা প্রাচীর নির্মান শুরু করেছে আরিফ হোসেন।খবর পেয়ে কুড়ুলগাছি ইউনিয়ন ভূমি কর্মকর্তা প্রাচীর নির্মানের কাজ বন্ধ রাখার নোটিশ দিয়ে সার্ভেয়ার এনে মাপার নির্দেশ দেন।এ বিষয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসানকে বিষয়টি অবহিত করা হলে তিনি প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়ার আশ্বাসের কথা জানান।