দামুড়হুদায় বানিজ্যিক ভাবে শুরু হয়েছে পেয়ারার চাষ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বানিজ্যিক ভাবে শুরু হয়েছে পেয়ারার চাষ। পেয়ারা চাষের দিকে ঝুকেছেন চাষীরা। দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামের কৃষক লাড্ডু রহমাম নিজের ৫ বিঘা জমির সাথে ১৭বিঘা জমি লিজ নিয়ে মোট ২২বিঘা জমিতে পেয়ারা চাষ করেছেন। যা দেশের বিভিন্ন স্থানে বাজার জাত করা হচ্ছে।

চাষী লাড্ডু রহমান বলেন এই ২২বিঘা জমিতে প্রতিবছর খরচ হয় প্রায় ৩লক্ষ টাকা। প্রথম বছরে শুধু খরচ হলেও এই বছর পেয়ারা বিক্রি শুরু হয়েছে। একদিন পরপর ৪০ থেকে ৪৫ মন হারে পেয়ারা উত্তোলন করি জমি থেকে। ১০ থেকে ২০ টাকা কেজি হিসেবে প্রতিবার মোট বিক্রি ২৫থেকে ৩০হাজার টাকা। এটি একটি লাভ জনক চাষ। তবে বর্ষা মৌসুমে বৃষ্টির কারনে মাঝে মাঝে বিক্রি ব্যহত হচ্ছে। বর্তমানে বেকারত্ব থেকে মুক্তি মিলেছে। এখন আমি সাবলম্বী। এখান থেকে স্বল মূল্যে কলমের পেয়ারার চারা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি সমাজে বেকারত্ব কিছুটা লাঘব করার জন্য।