গর্ভধারিণী মায়ের – চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় সালেহা বেগম (৮০) নামের এক বৃদ্ধা মায়ের চোখ উপড়ে ও আছড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে পাষন্ড ছেলে আবুল কালাম বাহার মিজির (৪৫) বিরুদ্ধে। বুধবার উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত সালেহা বেগমের জামাতা রুহুল আমিন বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। পরে দুপুরে পুলিশ আবুল কালামকে (৪৫) আটক করে চাঁদপুর আদালতে প্রেরণ করেছে।
নিহতের মেয়ের জামাই রুহুল আমিন জানান, তার শাশুড়ি সালেহা বেগম মঙ্গলবার রাতে ঘুমিয়ে ছিলেন। ভোর বেলা তার ছেলে আবুল কালাম হঠাৎ ঘরের দরজায় গিয়ে মাকে ডাকাডাকি করেন। ছেলের ডাক শুনে দরজা খুলে দিলে ঘরে ঢুকেই মায়ের উপর হামলা চালায়। মারধরের এক পর্যায়ে মায়ের চোখ উপড়ে ফেলেন এবং কোলে তুলে নিয়ে আছাড় দেন আবুল কালাম। বৃদ্ধা মায়ের আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধা মায়ের মৃত্যু হয়।
এসময় তিনি আরো জানান, আবুল কালাম দীর্ঘদিন দেশের বাইরে (কাতারে) ছিলেন। দেশে ফিরে আসার পর হঠাৎ করেই মানসিক রোগগ্রস্ত হয়ে পড়েন তিনি। এক বছর ধরে পাবনার মানসিক হাসপাতালেও চিকিৎসাধীন ছিলেন। গত তিন মাস পুর্বে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেও সম্প্রতি তার আবার সমস্যা দেখা দেয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কাজী মো. জাকারিয়া জানান, মাকে হত্যার অপরাধে আবুল কালাম আটক করা হয়েছে। হত্যার কারণ অনুসন্ধান করছে পুলিশ।