কুড়ুলগাছি বুইচিতলার আদম দালাল নাজমুল হান্নানের খপ্পরে পড়ে সৌদি আরবে পাড়ি জমিয়ে জেল খেটে বাড়ি: মামলার প্রস্তুতি

মেহেদী হাসান মিলন:চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের বুইচিতলা গ্রামের আদম দালাল আবু কায়ুব নাজমুল ও তার পিতা আদম দালাল হান্নানের খপ্পরে পড়ে সৌদি আরব পাড়ি জমিয়ে খেয়ে না খেয়ে কোন রকমে পার করে অবশেষে জেল খেটে বাড়ি ফিরেছে বুইচি তলা গ্রামে আনোয়ার হোসেনের ছেলে আব্দুস সালাম(২৮),ও চাকুলিয়া গ্রামের আ:মালেকের ছেলে মোফাজ্জেল(৩৮)।জানা গেছে বুইচিতলা গ্রামের হান্নানের মাধ্যমে তার ছেলে আবু কায়ুব নাজমুলের মাধ্যমে দুজন সর্বমোট ১২ লক্ষ টাকা আ:হান্নানের তুলে দেয়। বিদেশ যাবার সকল প্রসেসিং এর টাকা নিজেরাই বহন করে সালাম ও মোফাজ্জেল।হান্নান বিশ্বাস ও তার ছেলে নাজমুল তাদের ফ্রী ভিসা দেবার নাম করে প্রতারনা করে নিয়ে গিয়ে ফ্রী ভিসা না দিয়ে অল্প দামের বাড়ির কাজের ভিসা দেয়।সালাম ও মোফাজ্জেল সৌদি পাড়ি জমালে নাজমুল তাদের দুজনকে দালালের কাছে বাড়ির কাজে বিক্রি করে দেয়।সালাম ও মোফাজ্জেল ৫ মাস কাজ করেও কোন বেতন পায়নি বলে জানান দুজনে।তারা বলেন তাদের বেতনের সব টাকা নাজমুল তুলে নিতো। আমরা খেয়ে না খেয়ে দিন পার করেছি।কি যে কষ্টে কেটেছে তা বলে বোঝাতে পারবোনা। বলতে বলতে দুজনে কান্নায় ভেঙ্গে পড়েন।অবশেষে দুজনে সৌদি পুলিশের হাতে ধরা পড়ে। শেষ মেষ বাড়ি থেকে টাকা পাঠিয়ে দুজনকে দেশে ফেরত আনে তাদের পরিবার।সালাম ও মোফাজ্জেলের পরিবার প্রতারনার বিষয়ে বলতে ও তাদের বিষয়টি সুরহার জন্য হান্নান কে বলতে গেলে হান্নান ও সৌদি থেকে নাজমুল ফোনে তাদের বিভিন্ন হুমকি ধামকি দিয়ে বলেছে তোদের জন্য কোটি টাকা রেখেছি দেখি তোরা আমার কি করতে পারিস।আমার ক্ষমতা সম্পর্কে তোদের জানা নাই।নাজমুল তার পিতা আ:হান্নানের বিদেশ পাঠানোর নামে প্রতারনার অভিযোগ অনেক পুরনো।এর আগেও তারা এমন প্রতারনা করেছে।আ:হান্নান ও নাজমুলের বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনী ব্যাবস্থা নিতে চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপি এম আশু হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার সহ সচেতন মহল।এ বিষয়ে ভুক্তভোগীরা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ সহ মামলার প্রস্তুতি নিচ্ছে বলে আমাদের এ প্রতিবেদককে জানিয়েছেন। এ বিষয়ে জানতে আ:হান্নানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।চলবে……