কার্পাসডাঙ্গা মাঝপাড়ার রাস্তাটি বর্ষার পানিতে চলাচলের অনুপযোগী: ভোগান্তির শেষ নেই মহল্লাবাসীর

মেহেদী হাসান মিলন:চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মাঝপাড়ার রাস্তাটি বর্ষার পানিতে একেবারে চলার অনুপযোগী হয়ে পড়েছে।ভোগান্তির যেন শেষ নেই মহল্লাবাসীর।বর্তমান আ:লীগ সরকার ক্ষমতায় আসার দশ বছরে দেশে রাস্তা ঘাটের রের্কড পরিমান উন্নয়ন হয়েছে।সেদিকে কার্পাসডাঙ্গা মাঝপাড়া বাসি যেন ছাগলের তিন নম্বর বাচ্চার মত শুধু লাফালাফি করেই শেষ। এই রাস্তাটি যেন কারো নজরেই পড়েনা।স্থানীয় চেয়ারম্যান মেম্বররা ও এ রাস্তাটির দিকে নজর দেননা।কার্পাসডাঙ্গা মাঝপাড়ায় প্রায় শতাধিক ঘরের বসবাস।বর্ষার পানিতে পরিবারগুলো একপ্রকার গৃহবন্ধী হয়ে পড়েছে বলা চলে।হাঁটু কাদায় একাকার হয়ে পড়ে মহল্লাবাসী।বর্তমানে হাঁটু কাদার ভয়ে ছেলে মেয়েরা স্কুল কলেজে যাতায়াত সহ অন্যকাজে বেরোতেও ভয় পাই।যার খুব প্রয়োজন সেই কেবল হাঁটু কাদা মাড়িয়ে বের হোন বাড়ি থেকে। বর্ষা এলেই রাস্তাটি দেখে মনে হবে যেন এলাকায় বন্যা চলছে। শতাধিক পরিবারকে এ জনদূর্ভোগ থেকে বাঁচাতে সংশ্লিষ্ট কৃতপক্ষের কাছে রাস্তাটি হেরিং এর দাবী জানিয়েছেন ভুক্তভোগী শতাধিক পরিবার সহ সচেতন মহল।