মেয়েটি শ্রেণিকক্ষে বই রেখে টয়লেটে যায়! অতঃপর…

স্কুলের টয়লেট থেকে মুখ-হাত পা বাঁধা অবস্থায় এক ছাত্রীকে (১২) উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুলাই) সকালে ক্লাস শুরুর আগে বিদ্যালয় কতৃপক্ষ ছাত্রীটিকে টয়লেট থেকে এমন অবস্থায় উদ্ধার করে।

ঘটনাটি ঘটেছে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে। বর্তমানে ওই ছাত্রীকে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, ওই শিক্ষার্থী মঙ্গলবার (২৪ জুলাই) বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মাহবুবুর রহমানের বাসায় সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত প্রাইভেট পড়ে। পড়া শেষে সোয়া ৯টার দিকে বিদ্যালয়ে উপস্থিত হয়। সে সময় কেবল অষ্টম শ্রেণির কোচিং ক্লাস চলছিল। মেয়েটি নিজ শ্রেণিকক্ষে পাঠ্য বই রেখে টয়লেটে যায়।

সাড়ে ৯টার দিকে বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা টয়লেট দীর্ঘক্ষণ বন্ধ দেখে বিষয়টি সহকারী প্রধান শিক্ষককে জানায়। শিক্ষকরা টয়লেটের দরজা খুলে মেয়েটিকে হাত, মুখ ও পা কাপড়ে বাঁধা অবস্থায় পান।