চোরাই হোন্ডাসহ ছাত্রলীগ নেতা আটক

কুমিল্লার বুড়িচং থানা পুলিশের একটি দল রবিবার (২২ জুলাই) রাতে পৃথক দু’টি অভিযান চালিয়ে মনির হোসেন (২৮) নামের এক ছাত্রলীগ নেতা তার ছোটভাই ও অপর দুইসহযোগীকে আটক করেছে।

এ সময় উদ্ধার হয় ৪ টি চোরাই মোটরসাইকেল, ২১ টি চেক বইসহ বিভিন্ন জনের স্বাক্ষরিত ষ্ট্যাম্প। রবিবার (২২ জুলাই) দুপুরে আটককৃতদের আদালতে পাঠালে বিজ্ঞ আদালত তাদের জেল হাজতে পাঠিয়ে দেয়।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, জেলার বুড়িচং থানা পুলিশের একটি দল ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনাকালে রবিবার (২২ জুলাই) রাত আনুমানিক আড়াইটায় উপজেলার ষোলনল ইউনিয়নের শিবরাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ছাত্রলীগ নেতা মনির হোসেনকে একটি হোন্ডাসহ আটক করে।

এরপর তাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সোমবার (২৩ জুলাই) ভোর ৪ টায় পুলিশ মনিরকে নিয়ে তার বাড়িতে অভিযান চালায়। এসময় সেখান থেকে আটক করা হয় মনিরের ছোটভাই স্বপন আহাম্মদ পাখিকে, উদ্ধার হয় আরো ৩ টি হোন্ডা, ২১টি বিভিন্ন ব্যাংকের লিখিত অলিখিত চেক বই।

পরবর্তীতে পুলিশ একই ঘটনায় জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ষোলনল ইউনিয়নের শিকারপুর গ্রামের আতাউর রহমানের পুত্র কাইউম প্রকাশ প্রিন্স ও একই উপজেলার রাজাপুর ইউনিয়নের পাচোঁড়া গ্রামের আব্দুল জলিলের পুত্র রাব্বি (২৪) কে আটক করে।

দায়িত্বশীল নাম প্রকাশে অনিচ্ছুক সুত্র জানায়, মনির হোসেন উপজেলা ছাত্রলীগের একজন সক্রিয় প্রভাবশালী নেতা। দীর্ঘ দিন ধরে এখানে কোন কমিটি না থাকায় মনিরসহ তার সহযোগীরা বেপরোয়া হয়ে নেতা পরিচয়ে বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়ে।

সোমবার (২৩ জুলাই) দুপুরে আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা রুজুর পর আদালতে পাঠালে বিজ্ঞ আদালত তাদের জেল হাজতে পাঠিয়ে দেয়।