চুয়াডঙ্গা দামুড়হুদা কার্পাসডাঙ্গার কাজি শামসুল এর বিবাহ রেজিস্টার করার বিভিন্ন অনিয়মের অভিযোগ

চুয়াডঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের বহুল আলচিত শামসুল কাজীর নামে বাল্য বিবাহ সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়াগেছে।
জানাগেছে, চুয়াডাংগা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের আজিম আতেলার জামাই বহুল আলচিত কাজী শামসুল হাজার হাজার বাল্যবিবাহ সহ বিবাহ রেজিস্টার এর ভলিএম খাতা দুইটি বলে অভিযোগ করে ভুক্তভুগিরা।
নাম প্রকাশ্যে আনইচ্ছুক দুই জন সামী স্ত্রী অভিযোগ করে বলে যে এই শামসুল কাজীর রেজিস্টার খাতা দুইটা একটা অরিজিনাল আর একটি ডুবলিকেট যাহার নাম ঠিকানা অজ্ঞাত ফরিদপুর জেলার এক জন কাজীর নামে বিবাহ রেজিস্টার করে বলে জানায়।
এবং আরও বলে যে তোমাদের কে কেউ যদি জিগ্যাসা করে কোথায় থেকে বিবাহ করেছো তাহলে তোমরা বলবে ফরিদপুর থেকে বিবাহ করেছি বলার কথা বলতে বলে।
আর এই ভাবেই দুই নাম্বারী করে বহুদিন যাবত এভাবে সাধারন মানুষকে ধোকা দিয়েই চলেছে গত পূর্বে এই সব কার্যকালাপ এর কারনে এই শামসুল কাজী কয়েকবার জেল পর্যন্ত খেটেছে বলে এলাকাবাসি অভিযোগ করে বলে তার পরেও সুধরাইনি তার ওইসব কর্মকান্ড থেকে আর এই সব দূর্নিতি করে কামিয়েছে লক্ষ লক্ষ টাকা হাকিয়েছে বিলাশ বহুলবাড়ি।
সে সব সময়ের জন্য দূর্নিতি করে এলাকাই হাজার হাজার বাল্যবিয়ে পড়ানোর বহু অভিযোগ রয়েছে এলাকাই।
যেখানে বাংলাদেশ সরকার বাল্যবিয়েকে লাল কার্ড দেখিয়েছে আর ঠিক তারই মদ্ধ্যে সুযোগ বুঝে মোটা অংকের টাকা নিয়ে সরকারকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে বীরদর্পে চালিয়ে যাচ্ছে আইন কানুন না মেনে হাজার হাজার বাল্যবিয়ে পড়ানোর জনস্রতি রয়েছে এলাকায়।
তাহলে কে এই কাজী শামসুল এর খুটির জোর কোথায়??
এলাকাবাসি জানতে চাই ?
ও চুয়াডঙ্গা জেলার সুযোগ্য জেলা প্রশাসক মহদোয়ের আশুহস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল।