মেহেদী হাসান মিলন:চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে গতকাল শনিবার সকাল ১০ ঘটিকার সময় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।এসময় নির্দিষ্ট কিছু মাছ ৯” ইন্চির নিচে বিক্রি করার নিষেধাজ্ঞা থাকা সত্তেও কার্পাসডাঙ্গার স্বর্গীয় ভক্ত মালোর ছেলে কার্তিক হালদার তা বিক্রি করার সময় ভ্রাম্যমান আদালতের নজরে আসে।এসময় ভ্রাম্যমান আদালত মৎস্য সংরক্ষন ১৯৫০ সালের আইন অনুযায়ী কার্তিক হালদারকে ১ হাজার জরিমানা করে।এসময় কার্তিক হালদার জরিমানার ১ হাজার টাকা নগদ পরিশোধ করেন।ভ্রাম্যমান আদালতে সহায়তা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আয়ুব আলী,উপজেলা মৎস্য সিনিয়র ক্ষেত্র সহকারী আ:রাজ্জাক, কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির এ এস আই আবুল কাশেম।
- প্রচ্ছদ
- »
- গ্রাম বাংলা
- »
- কার্পাসডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযান:মাছ বিক্রেতাকে ১ হাজার টাকা জরিমানা