সংবর্ধনা না দিয়েই পালাচ্ছে অনেক কর্মীরা!


উন্নয়ন ও অর্জনে অনন্য সফলতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দিতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার সকাল থেকে জড়ো হয়েছে স্বেচ্ছাসেবক লীগ মহানগর দক্ষিণের নেতাকর্মীরা। গণসংবর্ধনাস্থলের সামনে এসে স্লোগান স্লোগানে মুখোরিত করে তোলে সে এলাকা। তবে কিছু সময় পরেই নেতাদের চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে কর্মীদের পালিয়ে যেতে দেখা গেছে।

সরেজমিনে শনিবার বেলা ১০টায় দেখা যায়, কিছু নেতাকর্মী গণসংবর্ধনাস্থলে প্রবেশের গেটের সামনে অবস্থান নেন। কিছুক্ষণ পর একে একে বেশকিছু কর্মী আসে টিএসসি চত্বরে। সেখানে তারা নেতাদের চোখ ফাঁকি দিয়ে অন্যদের গণসংবর্ধনাস্থল থেকে চলে আসার জন্য মোবাইল ফোনে যোগাযোগ করেন।

কিছু সময় পর সেখানে আরও কিছু কর্মী যোগ দেন। পরে তারা কয়েকটি ভাগে টিএসসি চত্বর থেকে চলে যায়।

তাদের চলে যাওয়ার সময় পাশেই দাঁড়িয়েছিলন যুবলীগের কয়েকজন কর্মী। তাদের মধ্যে মাঈদুল ইসলাম নামে এক কর্মী বলেন, ‘মিছিলে কে কাকে কোথা থেকে ধরে এনেছেন তার ঠিক নেই। তাই অনেকেই নেতাদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যাচ্ছেন। এমনটা সবসময়ই হয়।’

এদিকে স্বেচ্ছাসেবক লীগ ছাড়াও অনেক ওয়ার্ড আওয়ামী লীগের কর্মীদেরও দলবদ্ধভাবে সমাবেশ স্থল ছাড়তে দেখা গেছে।

মহাকাশে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ, বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ, অস্ট্রেলিয়ায় গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড, ভারতের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট ডিগ্রি অর্জনসহ শেখ হাসিনার নেতৃত্বে সরকার উন্নয়ন-অর্জনে অসামান্য অবদান রাখায় এই সংবর্ধনার আয়োজন করেছে আওয়ামী লীগ।