একজন সংসদ সদস্য (এমপি) নিজেই জমি চাষ করছেন! খবরটি হয়তো অনেককেই ‘অবাক’ করতে পারে। আবার অনেকে হয়তো ‘বিশ্বাস’ করতে চাইবেন না! মনে মনে বলবেন ‘ব্যাটা পাগল নাকি’ কি সব বলে!
কিন্তু সবার ধারণা পাল্টে দিয়েছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুর হায়দার। গরু আর লাঙ্গল নিয়ে জমিতে চাষ করতে নেমে পড়েছেন তিনি।
শুক্রবার (২০ জুলাই) জগলুল হায়দার নিজেরই জমি চাষ করেন। বলেন, ‘আমন ধান চাষ বৃদ্ধিতে কৃষকদের উৎসাহিত করতে লাঙ্গল দিয়ে নিজের জমি চাষ করেন তিনি।’
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার জমি চাষ করার একটি ছবি ছড়িয়ে পড়েছে। এমপি হয়েও কৃষকের মত জমি চাষ করার প্রশংসা করেছেন অনেকেই।
ফেসবুকে জাকারিয়া মাহমুদ নামের একজন লিখেছেন, ‘জাতির জনকের সোনার বাংলা গড়তে আপনার মতো নেতার প্রয়োজন।’
আবদুল্লাহ আল মামুন নামে আরেকজন লিখেন, ‘রাজনীতির এই ক্লান্তিলগ্নে নির্বাচিত জনপ্রতিনিধি কেমন হতে হয়, কিভাবে থাকতে হয় জনতার পাশে, কেবল একজন মানুষই জানে। তিনিই সকলের প্রিয় জগলুল হায়দার, এটাই জাতির জনকের আদর্শ, এটাই মুজিবের সত্যিকারের সৈনিক।’
এম শাহ্দাৎ হোছাইন পাটোয়ারী লেখেন, ‘স্যার আপনার মতো জননেতা যদি বাংলাদেশের সব থানায় থাকতো তাহলে বঙ্গবন্ধুর সোনার বাংলা আরো আগে সফল হতো।’
প্রসঙ্গত, গত বছর সাতক্ষীরার ভুরুলিয়া ইউনিয়নের পূর্ব দুর্গাবাটি এলাকায় খোলপেটুয়া নদী ভাঙনে বিশাল সমস্যায় পড়েছিল এলাকার মানুষ। ভাঙন রোধে জরুরি ভিত্তিতে বাঁধ নির্মাণের সিদ্ধান্ত হয়। এই নির্মাণ কাজ তদারকি করতে যান সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বাঁধ নির্মাণ দেখতে গিয়ে শ্রমিকদের সঙ্গে তিনি নিজেও মাথায় নেন টুকরি। মাটি তুলে মাথায় করে নিয়ে ফেলেন নদীর ধারে। শ্রমিকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন তিনি। জগলুল হায়দারের এমন কর্মকাণ্ডের প্রশংসা করেন অনেকে।