কক্সবাজারের হিমছড়িতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন।
র্যাব ও বিজিবির দাবি, নিহতরা মাদক ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে সমুদ্র সৈকতঘেঁষা মেরিন ড্রাইভের হিমছড়িতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
এ ব্যপারে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আফরাজুল হক টুটুল জানান, ভোরে টেকনাফ থেকে মেরিন ড্রাইভ দিয়ে একটি সাদা কার আসছিল। এসময় র্যাব ও বিজিবি সদস্যরা তল্লাশি চৌকি থেকে সিগন্যাল দিলে কারটি দ্রুতগতিতে সামনে দিয়ে চলে যায় এবং র্যাব-বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাব-বিজিবিও পাল্টা গুলি ছুড়লে দুজন গুলিবিদ্ধ হয়।
তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।