চুয়াডাঙ্গায় খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

সাজিদ হাসান সোহাগ,চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে ফাহমিদা ফাইজা নামের ৭ বছর বয়সী এক স্কুলছাত্রীর করুন মৃত্যু হয়েছে। ফাইজা চুয়াডাঙ্গা জেলা শহরের দক্ষিণ হাসপাতালপাড়ার আবুল হাসেমের একমাত্র কন্যা ও চুয়াডাঙ্গা প্রদিপন বিদ্যাপীঠের স্ট্যান্ডার ওয়ানের ছাত্রী।গত রোববার রাতে এ ঘটনা ঘটে।
প্রতিবেশীরা জানান, রোববার রাত ৮টার দিকে বাড়ির বারান্দায় খেলছিলো শিশু ফাইজা। এসময় বারান্দার গ্রীলের সাথে একটি গামছা পেঁচানো ছিলো। ফাইজা একটি টুলের ওপর দাঁড়িয়ে খেলতে খেলতে গামছাটি তার গলায় পেঁচিয়ে দেয়। অসাবধানতায় পায়ের নিচে থাকা টুলটি পড়ে গেলে ফাইজার গলায় ফাঁস লেগে ঝুলে থাকে সে। ফাইজার বাবা আবুল হাসেম তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ফাইজাকে মৃত্যু ঘোষণা করে। ফাইজার কপালের বাম পাশে আঘাতের চিহ্ন আছে। ফাইজার বাবা আব্দুল হাসেম আলমডাঙ্গায় সমবায় ইন্সপেক্টর হিসেবে কর্মরত আছেন। মা লায়লা এনাম রুনা চুয়াডাঙ্গা একাডেমি স্কুলের সহকারী শিক্ষক। দাদা আব্দুল হান্নান একজন বীর মুক্তিযোদ্ধা। ফাইজারা দুভাই-বোন। ছোট ভাই ৪ বছরের ফুয়াদ। হাসপাতাল থেকে ফাহমিদা ফাইজার মৃতদেহ তার বাড়িতে নিলে এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে।