শ্রীমঙ্গলে অাহত একটি অজগর সাপ অাটক

শ্রীমঙ্গলের ইছবপুর এলাকা থেকে অাহত অবস্হায় একটি অজগর সাপ উদ্ধার করে বন্যপ্রানী সেবা ফাউণ্ডেশনে নিয়ে অাসা হয়েছে। সেখানে সাপটির চিকিৎসা ও পরিচর্যা করা হচ্ছে।

শ্রীমঙ্গলে অবস্হিত বাংলাদেশ বন্যপ্রানী সেবা ফাউণ্ডেশনের পরিচালক সজল দেব জানান, ইছবপুর এলাকার অাপ্তাব উদ্দিনের বাড়িতে গত ৩ দিনে সাপটি ৫ টি মোরগ খেয়ে ফেলে।

গৃহকর্তা অাজ সকালে সাপটি দেখতে পেয়ে অজগরটিকে অাটক করে বন্যপ্রানী ফাউণ্ডেশনে খবর দেয়। অাটকের সময় সাপটি কিছুটা অাহত হয় বলে জানান সজল দেব।

খবর পেয়ে সজল দেব ঘটনাস্হল থেকে সাপটিকে বন্যপ্রানী সেবা ফাউণ্ডেশনে নিয়ে অাসেন এবং প্রাথমিক চিকিৎসা দেন। তিনি জানান, সাপটি এখন সুস্হ রয়েছে। তবে এটির পরিচর্যা করা হচ্ছে।

সজল দেব জানান, ২-৩ দিনের মধ্যে অজগরটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে ছেড়ে দেয়া হবে।