ভোলায় কাজী অফিসে তালাকনামা নিতে এসে কাজির হাতে এক নারী যৌন হয়রানির শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত (৪ জুলাই) বুধবার ভোলা সদর মডেল থানায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে যৌন হয়রানির অভিযোগে কাজী জাকির হোসেনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন।
এদিকে মামলা তুলে নিতে কাজী জাকির বিভিন্নভাবে বাদীকে হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই নারী।
মামলা সূত্রে জানা যায়, ভোলার বোরহানউদ্দিন উপজেলার ছোট মানিকা এলাকার এক গৃহবধুর তার স্বামীর সঙ্গে ভালোভাবে সংসার কাটছে না। বুধবার (৪ জুলাই) দুপুরের দিকে তার ভাইকে নিয়ে ভোলা শহরের কালিবাড়ী মোড়ে সামসুদ্দিন মার্কেটের কাজী জাকির হোসেনের কাছে তালাকের কাজে আসেন।
পরে তালাকের কাজ শেষ করে ওই নারীর ভাই তাকে জাকির হোসেনের অফিসে রেখে তালাকনামা নিয়ে আদালতে যায়। এসময় কাজী জাকির ওই নারীকে একা পেয়ে যৌন হয়রানির চেষ্টা চালায়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এলে জাকির তাকে ছেড়ে দেয়। এ ঘটনা কাউকে জানালে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় কাজী জাকির।
স্থানীয়রা জানায়, কাজী জাকির হোসেন তার কাজী অফিসে এর আগেও অনেক অপকর্ম করেছেন। যার কারণে তার বিরুদ্ধে মামলাও রয়েছে।
এ ব্যাপারে কাজি জাকির হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, আমার পেশাগত কাজী হিসেবে ১৬ বছরের কাজে এ ধরনের কোনো ঘটনা নেই। এখন আইন তাদের পক্ষে তাই তারা যা বলে তাই হয়।